শহর প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে ‘নবান্ন উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে শহরের স্বাধীনতা উদ্যান প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
নবান্ন উৎসব উপলক্ষে আয়োজন করা হয় পিঠা মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, অধ্যাপক কমল ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, আবহমানকাল ধরে চলে আসা বাঙালি সংস্কৃতির সাথে নতুন প্রজন্মকে পরিচিত করার লক্ষে প্রতিবছর নবান্ন উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবগুলো অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা চাই মানুষকে আনন্দে রাখতে। যার মাধ্যমে সামাজিক ব্যাধিগুলো থেকে সবাইকে বিরত রাখা সম্ভব।
নবান্ন উৎসবে ১২টি ষ্টলে বিভিন্ন ধরনের পিঠার পসরা নিয়ে আসেন অংশগ্রহণকারীরা। এসব স্টলে প্রায় শতাধিক প্রকার পিঠা উপস্থাপন করা হয়। যার স্বাদ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এজি/আইএইচ/বিআই/২৫ নভেম্বর, ২০১৯