শহর প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাগেরহাট জেলা আওয়ামী লীগের কালো পতাকা উত্তোলন, দোয়া ও শোক র্যালি করেছে।
দিনটি স্মরণে বুধবার সকালে শহরের রেলরোড এলাকার দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত করে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সাংসদ ডা. মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, অ্যাড. আলী আকবর, দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহাদ হায়দার, বাগেরহাট পৌর আওয়াামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।
পরে নেতৃবৃন্দ আইভি রহমানসহ সেদিনের হামলায় নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এছাড়া দিনটি স্মরণে বিকেলে জেলা আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিকালে শহরে শোক র্যালির আয়োজন করা হয়েছে।
এসএইচ//এসআই/বিআই/২১ আগস্ট ২০১৯