স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ইউনুছ আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেতাগা ইউপি উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ নির্বাচনের ৫ম ধাপে ফকিরহাট উপজেলা থেকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন বেতাগা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান স্বপন কুমার দাস। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে সে সময় তিনি ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলে বেতাগার চেয়ারম্যান পদটি শূন্য হয়। শূন্য পদে নির্বাচনের জন্য ১৯ জুন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে ইউনুছ আলী ৭ হাজার ৫০৩ ভোট পেয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আকরাম হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ২৪২ ভোট।
ফকিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা এস. এম হাবিবুর রহমান জানান, বেতাগা ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউনুছ আলী ৭হাজার ৫০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। উপ-নির্বাচনের তফসিল অনযায়ী ৩০ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে ২ জুলাই তাদের দুই জনের
মনোনয়নপত্র বৈধ হলে তারা প্রার্থী হন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বেতাগা ইউনিয়নে ১০ হাজার ৮‘শ ৪৯ জন ভোটারের মধ্যে ৭ হাজার ৮‘শ ৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ত্রুটিযুক্ত সিল প্রদান করায় ৫৮টি ভোট বাতিল হয়।
এসএইচ//এসআই/বিআই/২৫ জুলাই, ২০১৯