স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট সদরে ৫৫ লিটার দেশিও চোলাই মদসহ বিষ্ণু রবিদাস (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা।
রোববার (২১ জুলাই) রাতে শহরের নাগের বাজার রেলস্টেশন সুইপার কলোনিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষ্ণু রবিদাস রেলস্টেশন সুইপার কলোনির গণেশ রবিদাসের ছেলে।
র্যাবের ভাষ্য, গ্রেপ্তার বিষ্ণু সক্রিয় মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে শহরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।
র্যাব-৬–এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মো. শামীম সরকার বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রেলস্টেশন সুইপার কলোনিতে অভিযান চালিয়ে বিষ্ণু রবিদাসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫৫ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।
সোমবার (২২ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার বিষ্ণু বরিদাসকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এসএইচ//এসআই/বিআই/২২ জুলাই, ২০১৯