স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার মহিষপুরা এলাকায় পিরোজপুর-বাগেরহাট সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ওই নারীর মাথা থেতলানো ও রক্তাক্ত ছিল।
নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে, তিনি মানুষীক মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন।
স্থানীয়দের বরাত দিয়ে মহশিপুরা পুলশি ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওহিদুল হক বলেন, ওই নারীকে গত ৮-১০ দিন ধরে এই এলাকায় নিরুদ্দেশের মত ঘুরে বেড়াতে দেখেছেন স্থানীয়রা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার নাম পরচিয় জানা যায়নি।
ধারণা করা হচ্ছে এটি একটি সড়ক দুর্ঘটনা। বুধবার দিনগত রাতে এই পথ দিয়ে যাওয়া কোন বাস বা ট্রাকের সাথে ধাক্কা লেগে নিহত হন ওই নারী। গাড়ির চাপায় তার মাথা থতেলে গেছে। তার শরীরে ধূসর বর্ণের ছেড়া কাপড়চোপড় ছিল।
মোরলেগঞ্জ থানার ওসি কে এম আজজিুল হক বলনে, সড়ক দুর্ঘটনায় নিহত মানসিক ভারসাম্যহীন ওই নারীর লাশ উদ্ধার করে পুলশি ময়না তদন্তের জন্য বাগরেহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এইচ//এসআই/বিআই/০৪ অক্টোবর, ২০১৮