স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুলাই) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জে আমবাড়িয়া খাল এলাকায় গোলাগুলির এই ঘটনা ঘটে।
র্যাবের ভাষ্য, নিহত ব্যক্তি সুন্দরবনের কথিত দস্যু বাহিনীর সদস্য ছিলেন। তাঁর বয়স আনুমানিক ২৬ বছর। তবে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র্যাব।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র্যাবের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে বনের আমবাড়িয়া খাল এলাকায় টহল কালে র্যাবের একটি দল পাঁচ-ছয়জন জেলেকে দাঁড়াতে বলে। কিন্তু তাঁরা সেই নির্দেশ না মেনে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন।
এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। ২০-২৫ মিনিট গুলিবিনিময়ের পর ওই জেলেরা বনের ভেতরে পালিয়ে যায়।
পরে র্যাব সদস্যরা সেখানে তল্লাসি চালিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এ সময় সেখান থেকে দেশে তৈরি তিনটি বন্দুক, চারটি রামদা ও ৩১ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
মেজর খান সজিবুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি বনদস্যু দলের সদস্য।’ তবে কোন দস্যু দলের সদস্য, তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এবং নিহতের মরদেহ মঙ্গলবার দুপুরে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. নূরুদ্দিন বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়া ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা করেছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এজি//এসআই/বিআই/১০ জুলাই ২০১৮