স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রির দায়ে বাগেরহাটের কচুয়ায় এক বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৭ মে) দুপুরে কচুয়া উপজেলার বাধাল বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বাজার তদারকিতে গিয়ে এই জরিমানা করেন।
বাধাল বাজারের মাংস বিক্রেতা নওয়াব আলী শেখকে এই জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, রমজানে বাজার তদারকির অংশ হিসেবে বাগেরহাট বাজার ও কচুয়ার বাধাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাঁধাল বাজারে সরকার নির্ধারিত ৪৬০ টাকা মূল্যের গরুর মাংস ৫০০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন এক বিক্রিতা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নওয়াব আলী নামে ওই বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরআগে এই আদালত বাগেরহাট শহরের সাধনার মোড় এলাকায় রাস্তার উপর অবৈধ পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুটি ব্যাটারি চালিত ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করে। এছাড়া রাস্তার উপর দোকান বসানোর দায়ে বিষ্ণুপদ দাস নামে এক দোকানীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এইচ//এসআই/বিআই/২৭ মে ২০১৮