স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের সড়কে অনুমদন ও ফিটনেস ছাড়া চলাচলের দায়ে চারটি বাস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ড্রইভিং সনদ ছাড়া গাড়ি চালানোর দায়ে চালকদের জরিমানা করা হয়।
রোববার (৬ মে) দুপুরে শহরতলীর হযরত খানজাহান (রহ.) মাজার মোড়ে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সিফাত উদ্দিন এবং আলীমুজ্জামান মিলন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালতের বিচারক সিফাদ উদ্দিন বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, যাত্রীদুর্ভোগ কমাতে এবং দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন গণপরিবহন বন্ধে অভিযানের অংশ হিসেবে রোববার দুপুরে মাজার মোড়ে ভ্রাম্যামণ আদালত পরিচালনা করা হয়।
এসময় অনুমদন ও ফিটনেস সনদহীন গাড়ি এবং গাড়ির বীমার (ইন্সুরেন্স) কাগজপত্র না থাকায় খুলনা-বাগেরহাট ও খুলনা পিরোজপুর রুটের চারটি বাস জব্দ করা হয়। ওই বাসগুলোর চালকদেরও গাড়ি চালানোর সনদ (লাইসেন্স) ছিলনা।
মোটরযান আইন ১৯৮৩ এর ১৫২ ধারায় ওই তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জব্দকৃত গাড়িগুলো বাগেরহাট সদর থানায় পাঠানো হয়েছে।
পরিবহন খাতে নৈরাজ্য রোধ ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী হাকিমগণ।
এইচ//এসআই/বিআই/০৬ মে ২০১৮