স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
চাকরি জাতীয়করণ ও বেতন-ভাতা রাজস্ব খাত থেকে প্রদানের দাবিতে বাগেরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ জানুয়ারি) সকালে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে তারা এ অবস্থান কর্মসূচি পালন করে। পরে তারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।
চাকরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার থেকে আগামী তিনদিন (সোমবার পর্যন্ত) অবস্থান কর্মসূচি পালন শুরু করেছে সিএইচসিপিরা।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, সিএইচসিপি এ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ জব্বার দর্জি, মিজানুর রহমান, এফ এম মান্নান, সাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে ১৩ হাজার সিএইচসিপি দেশের প্রতন্ত অঞ্চলের দারিদ্র জনগোষ্ঠির দারগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে কাজ করছে। কিন্তু ঘোষনা থাকা স্বত্ত্বেও আমাদেরকে ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধিসহ অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এ অবস্থায় আমরা মানবেতর জীবন যাপন করছি। তাই দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তারা।
একই দাবিতে সদর উপজেলাসহ জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্ব স্ব উপজেলার সিএইচসিপিরা অবস্থান কর্মসূচি পালন করেন।
চিতলমারীতে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, উপজেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সভাপতি এফ এম মান্না, সাধারণ সম্পদক শেখ শহিদুল হক, সদস্য মুকুল চন্দ্র রাহা, মিলন মেহেদী প্রমুখ।
জেলার মোরেলগঞ্জ উপজেলার ৫১টি কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারিরা শনিবার সকাল থেকে উপজেলা হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময়ে বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা সিএইচসিপির সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমীন হাওলাদার, সহসভাপতি মোস্তাফিজুর রহমান রুমান, দপ্তর সম্পাদক মো. ফারুক হোসেন, পপি রানী বিশ্বাস প্রমুখ।
এইচ//এসআই/বিআই/২০ জানুয়ারি, ২০১৮