স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, স্বতন্ত্র মেডিকেল শিক্ষা বোর্ড গঠনসহ চার দাবিতে বাগেরহাট মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের ব্যানারে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের চার দবি হলো, ম্যাটস্ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকে সরকারি নিয়োগ ও বেসরকারি ক্লিনিক/ হাসপাতালে ম্যাটস্ থেকে পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদায়ন ও ইন্টার্ণশীপ ভাতা প্রদান।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার সভাপতি মো. আবু সায়েম, সাধারণ সম্পাদক মো. রাসেল হোসাইন, সাবেক সভাপতি মো. গোলাম রব্বানী, সাবেক মহাসচিব মো. শিহাব উদ্দিন প্রমুখ।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এইচ//এসআই/বিআই/০৪ ডিসেম্বর, ২০১৭