স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ–সমর্থিত ও সাধারণ সম্পাদক পদে বিএনপি-সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) রাতে নির্বাচনের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
এরআগে, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। এতে ৩৭৬ জন ভোটারের মধ্যে ৩৫৫জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ১০টি ভোট বাতিল হয়।
নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী ড. এ.কে আজাদ ফিরোজ টিপু ১৭৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত-আইনজীবী ঐক্য পরিষদের এ কে এম আব্দুল হাই ৬ ভোট কম পান।
সাধারন সম্পাদক পদে আইনজীবী ঐক্য পরিষদের মো. আলতাফ হোসেন এক ভোটের ব্যবধানে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সৈয়দ জাহিদ হোসেনকে পরাজিত করেন। আলতাফ হোসেন পান ১৭৩ ভোট।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের তুষার কান্তি বসু, জুনিয়ার সহ-সভাপতি পদে সলিমুল্লাহ শেখ সেলিম, যুগ্ম সাধারন সম্পাদক পদে কাজী মো. আহসান কবির মুক্ত, সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব নিরীক্ষন) পদে ফকির মো. নওরেশুজ্জামান (লালন), সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবারপত্র) দেবদাস রানা, সহকারী সম্পাদক (ধর্ম বিষায়ক) পদে বালী নাছের ইকবাল বিজয়ী হয়েছেন।
সহকারী সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) পদে আইনজীবী ঐক্য পরিষদের এসএম মাহাবুব মোর্শেদ লালন বিজয়ী হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য পদে ফারজানা খাতুন সাথী, শাহীন তালুকদার, রোকসানা পারভীণ রুপা, মোশারেফ হোসেন, স্মৃতি কনা সজুমদার ও বিথীকা রানী পাল বিজয়ী হয়েছেন।
নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দুইটি প্যানেলে মোট ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
এইচ//এসআই/বিআই/২৯ নভেম্বর, ২০১৭