স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
সাভারের আশুলিয়া থেকে অপহৃত এক গার্মেন্টস ব্যবসায়ীকে বাগেরহাটের মংলা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে মংলা উপজেলার কচুবুনিয়া এলাকা থেকে আবুল বাসার (৪০) নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে র্যাব।
এসময় মো. আলম সরদার (৪৮) নামে একটি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের ভাষ্য, গ্রেপ্তার আলম অপহরণকারী চক্রের মূলহোতা। তার বাড়ি মংলার কচুবুনিয়া এলাকায়।
র্যাব-৬ এর অপারেশন কর্মকর্তা কর্নেল জাহিদ বলেন, গত ৬ অক্টোবর সাভারের ‘লামিয়া বোরকা হাউজ ইন্টারন্যাশনালে’র স্বতাধিকারী আবুল বাসার আশুলিয়া এলাকা থেকে অপহৃত হন। তার গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলা।
১৬ অক্টোবর অপহরণকারীরা মোবাইল ফোনে বাসারের পরিবারের কাছে ৪ লাখ টাকা ‘মুক্তিপণ’ দাবি করেন। বিষয়টি জানার পর র্যাব তথ্য-প্রযু্ক্তি ব্যবহার করে মুক্তিপণ দাবি করা অপহরকারী চক্রের অবস্থান নিশ্চিত হয়।
সেই অনুযায়ী বৃহস্পতিবার সেখানে অভিযান চালিয়ে আবুল বাসারকে উদ্ধার করা হয়। এসময় ওই চক্রের তোতা আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
এজি//এসআই/বিআই/১৯ অক্টোবর, ২০১৭