• প্রান্তিক রায়
তোমার আগেই চলে যেতে চাই।
হৃৎপিন্ডে কেবলই শান্তির পরশ নিয়ে
অনুভূতির জানালায় কপাট লাগিয়ে
ঐদাসিন্য আমি একা একা
চলে যেতে চাই আনন্দলোকে।
তুমি বিহীন অনন্ত নিয়ে বেঁচে থাকা
সেতো মৃত্যুরই সামিল !
তাই রহস্যময়তায় লীন হবো
বেমালুম সবকিছু সঙ্গীহীন করে
একা একা চলে যাবো।
হয়তো বলবে স্বার্থপর, বলবে ভীরু,দায়িত্বহীন
কিন্তু একবার ভেবে দেখো–
দিনে- দিনে একটু- একটু করে
স্নেহ- প্রেম- মমতা- ভালোবাসায়
সর্বোপরি নির্ভরতার গড়েছি যে মিনার
তুমি বিহীন মুহূর্তে তা তলিয়ে যাবে, হারিয়ে যাবে
মহেঞ্জোদারো’ র সুশোভিত সভ্যতার মতো।
তুমি বিহীন অসময়ে কেউ বলবেনা–
ইসোমিপ্রাজল খেয়েছো, টিশার্টে ময়লা
খুলে রেখে যাও ধুয়ে রাখবো বা
এবার ডিসেম্বরে ছুটিতে পাহাড় ও সাগর
দেখাতে নিয়ে যেতে হবে;
কেউ বলবেনা তোমার মতো করে —
ঘর হতে বের হবার সময় যাই বলতে নেই,
বলতে হয় আসি।
তুমি বিহীন জীবন যেন
সৃষ্টিকর্তার হেয়ালী তীরে বিদ্ধ
এক মৃত্যুযন্ত্রনা কাতর পাখী।
স্বার্থপরের মতো তাই তোমার আগে
একা একা চলে যেতে চাই–
প্রান্তিক স্টেশনে, ফেরার ট্রেন যেখানে নেই !
প্রান্তিক//এসআইএইচ/বিআই/৫ অক্টোবর, ২০১৭