স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে ওই স্কুলের এক কর্মচারী মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে স্কুল ক্যাম্পাসে চতুর্থ শ্রেণির কর্মচারী রাসেল শেখ বিদ্যালয়ের দিবা শাখার ইংরেজি বিভাগের শিক্ষক লিপন কুমার পালকে প্রকাশ্যে মারধর করেন।
এ ঘটনার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন খণ্ডকালীন অস্থায়ী কর্মচারী রাসেল শেখকে চাকরিচ্যুত করেছেন।
শিক্ষক লিপন কুমার পাল বলেন, ‘বেলা আড়াইটার দিকে আমি ক্লাস থেকে বাইরে এলে রাসেল আমাকে দেখে ছাত্রদের উদ্দেশে বলে, “তোরা এই শিক্ষককে সম্মান করিস না কেন?” তখন আমি তাকে বলি, তোমার এই কথার উদ্দেশ্যে কী? এই নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সে এলোপাতাড়ি চড় কিল ঘুষি মারতে শুরু করে।’
এ সময় ছাত্ররা ছুটে এলে রাসেল প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে আশ্রয় নেয়। বিষয়টি প্রধান শিক্ষককে অবহিত করা হলে তিনি ওই কর্মচারীকে চাকরিচ্যুত করার ঘোষণা দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন বলেন, ‘আমি ঘটনা শুনেই অস্থায়ী কর্মচারী রাসেলকে চাকরিচ্যুত করেছি। আমার হাতে যে ক্ষমতা রয়েছে, তার সর্বোচ্চটা প্রয়োগ করেছি। এর বেশি কিছু আমার করার নেই।’
মাধ্যমিক শিক্ষা খুলনা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) জাকির হোসেন বলেন, ‘রাসেল শেখের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।’
এজি//এসআই/বিআই/২৬ আগস্ট, ২০১৭