স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার সায়রা ও খানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- সদর উপজেলার সায়রা গ্রামের শওকত শেখ (৩০) ও খানপুর এলাকার রেজাউল শেখ (২৯)।
সোমবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে গত রোববার রাতে এক কিশোরীর মা বাদি হয়ে বাগেরহাট মডেল থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ধর্ণণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
বাগেরহাট সদরের চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক অসীত কুমার রায় বলেন, সোমবার বাগেরহাট সদর হাসপাতালে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার সম্পন্ন হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১ আগস্ট বেলা ১২ টার দিকে শওকত, রেজাউলসহ আরও কয়েকজন ওই কিশোরীকে প্রলুব্ধ করে সদর উপজেলার খানপুর ইউনিয়নের পোলেরহাট গ্রামের আশা এনজিও কার্যালয়ের পেছনে নিয়ে যায়। সেখানে ওই এনজিও’র পেছনের রান্না ঘরে নিয়ে কয়েক জন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে।
কিশোরীর মায়ের দাবি, ঘটনার পর থেকে বিষয়টি ধামাচাপা দিতে তাদের ভয়ভিতী দিয়ে আসছিল ধর্ষকরা। এ জন্য মামলা করতে দেরি হয়েছে।
পুলিশ পরিদর্শক অসীত কুমার রায় বলেন, মামলায় এজাহার নামীয় ৫ আসামির মধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এইচ//এসআই/বিআই/১৪ আগস্ট, ২০১৭