স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট-পিরোজপুর সড়কে পণ্যবাহী একটি ট্রাক উল্টে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে সড়কের উভয় পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
শুক্রবার (২৩ জুন) রাত ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে সড়কের দুই ধারে আটকা পড়েছে শত শত গাড়ি। রাত দেড়টা পর্যন্ত ট্রাকটি সরানো সম্ভব হয়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজেত আলী বলেন, মুরগির খাবারবাহী একটি ট্রাক খুলনা থেকে পিরোজপুর যাবার পথে বাগেরহাট-পিরোজপুর সড়কের ওই এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার উপর উল্টে যায়। এতে সড়কটি দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
‘দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে সড়কের উভয় পাশে দুই কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়েছে যাত্রী ও পণ্যবাহী গাড়ি।’
এসআই রাজেত বলেন, ট্রাকটি সরাতে শ্রমিক ইউনিয়নের রেকার চাওয়া হয়েছে। আশা করছি রাতেই ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।
এজি//এসআই/বিআই/২৪ জুন, ২০১৭