প্রচ্ছদ / লেখালেখি / শিল্প-সাহিত্য / কবিতা/ছড়া / তথ্য সত্য মুক্তি | নেপথ্য রবি

তথ্য সত্য মুক্তি | নেপথ্য রবি


তথ্য আইনে সত্যের ধারা দাও
নির্বাক মননে স্বপ্ন আশা দাও।
আমাদের কথা বলা রক্তের গৌরব
আমাদের স্বাধীনতা একুশের সৌরভ;
আমাদের জীবনে দাও নিরাপত্তা
আমাদের মন চায় ভয় লাপাত্তা।

আমাদের পিতামহ তিতুমীর হয়ে এসে
মুজিবের আঙুলে আগুন কামান
আমারাতো মুক্ত; ভুল ধারা যুক্ত
আঁধারে যারা আছে,তাদের থামান।

আমাদের ভাগে দাও জোনাকের আলোটুকু
তোমাকেই দেখাবো পথ,
আমরা ছোট তবু উড়বার হাওয়া হব
উন্নত আকাশে বিজয়েরই রথ।

সটান ঘোষণায় চিৎকারে বলে দাও
দুর্নীতি বন্ধ; শিঙ্গায় ফুক
ছেচড়ারা চিটেভূষি বেমালুম উড়ে যাবে
প্রত্যেক চুমুতে স্বাধীনতা সুখ।

কান খুলে হাতে নাও চেতনার সে বিধান
সকলের একই মান এই মোটা যুক্তি
তথ্য আইনে সত্যের কল্লোল
বাঙ্কার ভেঙ্গে দাও স্বাধীনতা মুক্তি।

রবি/এসআইএইচ/বিআই/১০ মে, ২০১৭

About নেপথ্য রবি