স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দুই তরুণকে দুই মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল হাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার গোপালকাঠী গ্রামের আব্দুল হাই শেখের ছেলে আশিকুর ইসলাম (১৬) এবং এই গ্রামের রুহুল আমিনের ছেলে মাছুদ রানা (১৬)। সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজ কাছ থেকে দুপুরে তাদের আটক করেন ইউএনও।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. নূরুল হাফিজ বলেন, চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজের কাছে এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল ওই দুইজন। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উত্ত্যক্ত করার অপরাধে দণ্ড বিধি ৫০৯ দু’জনের প্রত্যেককে দুই মাসের কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনেরে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এইচ//এসআই/বিআই/২৪ এপ্রিল, ২০১৭