স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে বাগেরহাটের ফকিরহাটে দুই যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের মান্নান শেখের ছেলে মিজানুর রহমান (৩৪) এবং একই গ্রামের নবির উদ্দিন শেখের ছেলে বাপ্পি শেখ (২২)।
সোমবার (২৪ এপ্রিল) বিকালে আট্টাকি এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১১টি ইয়াবা বাড়ি ও গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়।
আদালতের বিচারক নাজিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের পৃথম দুটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় মিজানুর রহমানের কাছ থেকে ৫টি ইয়াবা বড়ি এবং বাপ্পি শেখের কাছ থেকে ৬টি ইয়াবা বড়ি ও ৭ পুরিয়া গাজা উদ্ধার করা হয়। বাপ্পি ভ্রাম্যমাণ আদালতের কাছে গাঁজা সেবনের কথা স্বীকার করেছে।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে তাদের দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। তাদেরকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এইচ//এসআই/বিআই/২৪ এপ্রিল, ২০১৭