• মেহেদী হাসান সোহেল
মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও সেটা বাতিল করেন অভিনেতা শাকিব। পরে দুপুরের দিকে শাকিব খান আবারও মুখ খোলেন।
শাকিব খান বলেন, ‘যা হবার হয়ে গেছে। সন্তান যেহেতু মেনে নিয়েছি সেহেতু স্ত্রীকেও মেনে নিলাম। সন্তান যেহেতু বৈধ, তাই স্ত্রীও বৈধ।’
উপরের কথার অর্থ মাথার উপর দিয়া গেল। সেই ছোট বেলার ধাঁদার মত “ডিম আগে না মুরগী আগে”।
এখন বাংলার অভিধানে নতুন ধাঁদার যোগ হল “বউ আগে না ছেলে আগে”।
মানে কি দাড়াইল আইন সম্মত বা ধর্মীয় নিয়মে বিবাহ না করে কেউ যদি আমার সন্তানের মা হয়, সে আমার বৈধ বউ। কোথায় হেফাজত, কোথায় গয়েশ্বর, কোথায় তোমাদের ধর্মের বানী।
আমি শাকিবের দোষ দেই না কারন আমরা জাতি হিসেবে জারজ। শাকিবের মাধ্যমে আমাদের সমাজের অধিকাংশ পুরুষের রুপ উন্মোচিত হয়েছে। আমরা মনে করি বউকে মর্যাদা দেওয়া না দেওয়া পুরুষের একান্ত ব্যাপার।
তাছাড়া জাতি হিসেবে নীতিতে গলদ সেই শুরু থেকে। আমরা দেশের রূপকারকে মর্যাদা দেই না কিন্তু দেশকে ভালবাসি। শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে এদেশের সোল এজেন্ট মনে করি। আবার দেশ সৃষ্টির সময়ের বিরোধীতাকারীদের ক্ষমতায় বসাই।
সত্যিই সেলুকাস বিচিত্র এই দেশ।