স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
উদ্ভাবন চর্চায় খুলনা বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন বাগেরহাট সদরের ইউএনও শরিফ নজরুল ইসলাম।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা সার্কিট হাউস মাঠে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও উদ্ভাবন উৎসবে তাকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম শ্রেষ্ঠ ইউএনও হিসেবে শরিফ নজরুল ইসলামের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত মেলা ও অনুষ্ঠানে বিভাগে ইনোভেশন কার্যক্রমের সফল উদ্ভাবক এবং ইনোভেশন ও আইসিটি কর্মকাণ্ডে ২২টি ক্যাটাগরিতে অবদান রেখেছেন এমন মোট ১০৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এবং খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান।
এইচ/এসআই/বিআই/২৪ ফেব্রুয়ারি, ২০১৭