স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে এইচআইভি এইডস বিষয়ক সচেতনাতামূলক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভায় ধর্মীয় নেতা, আইনজীবী, সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থা, জন প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করে।
আইসিডিডিআরবি এর সহযোগীতায় দি গ্লোবাল ফান্ডের এ সভার আয়োজন করে।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দের বাগেরহাট সিভিল সার্জন ডা: অরুণ চন্দ্র মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহাদাত হোসেন, ডা: প্রদীপ বকসী প্রমুখ। সভায় বক্তারা বলেন, এইডস একটি মরণ ব্যাধি। এটা থেকে সমাজ, দেশ ও জাতিকে বাঁচাতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
এইচ/এসআই/বিআই/২৩ ফেব্রুয়ারি, ২০১৭