ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র পৃষ্ঠপোষকতায় পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক)’র উদ্যোগে বাগেরহাট সদর হাসপাতালের সেবার মানোন্নয়ন শীর্ষক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয় সনাক ও স্বাস্থ্য কর্তিপক্ষের মধ্য এ যৌথ সভা।
বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বিদ্যুৎ কান্তি পালের সভাপতিত অনুষ্ঠিত্ব সভায় বক্তব্য দেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: মঈনউদ্দিন মোল্লা, সনাক সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, ফরিদা রহমান, প্র্রফেসর এবিএম. মোশাররফ হুসাইন, তহুরা হোসেন, শেখ দেলোয়ার হোসেন, বাবুল সরদার, ডা: সৈয়দা রুখশানা পারভীন, ডা: শেখর চন্দ্র দাস, ডা: আবুল বাশার মোহাম্মদ সাদী, ডা: এস.এম. শাহ্নেওয়াজ, ডা: মাহ্বুবুর রহমান, ডা: মোজাফ্ফর হোসেন, নার্সিং সুপারভাইজার ঊষা রানী তালুকদার, সিনিয়র স্টাফ নার্স মনোয়ারা বেগম প্রমুখ।
সভায় সনাকের বক্তারা সমস্যা হিসেবে যেসব বিষয় চিহ্নিত করেন তার মধ্যে রোগীদের সরবরাহকৃত নিম্নমানের খাবার, হাসপাতালের অপরিচ্ছন্নতা, হাসপাতালে চিকিৎসক সঙ্কট, অপর্যাপ্ত লোকবল, বাইরে রোগীদের বসার অব্যবস্থা, হাসপাতালে অযথা ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অতিমাত্রায় ভিড় উল্লেখযোগ্য।
সভায় সনাকের পক্ষ থেকে হাসপাতালের এসব সমস্যার সমাধানের জন্য বিভিন্ন কর্মপন্থা হাতে নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
উল্লেখ, টিআইবি বর্তমানে শিক্ষা, সাস্থ ও স্থানীয় সরকারের সেবার মান উন্নয়ন ও দূর্নীতি নিয়ে কাজ করছে।