স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
‘সমাজসেবার উদ্ভাবন, সেবায় এবার ডিজিটাইজেশন’ প্রতিপাদ্যে বাগেরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (২ জানুয়ারি) সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সাংস্কৃতিক ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়। পরে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের এসি লাহা হলে জাতীয় সমাজবেসা দিবস উপলক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসানের সভাপতিত্বে অলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এম রেজাউল আলম, শহর সমাজসেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান প্রমুখ।
এইচ/এসআই/বিআই/০২ জানুয়ারি, ২০১৭