স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট জেলা জজ আদালত কার্যালয়ের একটি কক্ষের আলমারি ভেঙ্গে দুই লক্ষাধিক নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
রোববার (২২ জানুয়ারি) সকালে আদালতের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে আসার পর চুরির ঘটনা জানাজানি হয়।
বাগেরহাট জেলা ও জজ আদালত ভবনের তৃতীয় তলায় মোল্লাহাট সহকারী জজ আদালতের সেরেস্তাদারের কক্ষে শুক্র ও শনিবারের ছুটির মধ্যে চুরির এ ঘটনা ঘটে বলে ধারণা পুলিশ ও সংশ্লিষ্টদের।
মোল্লাহাট সহকারী জজ আদালতের সেরেস্তাদার শেখ রকিবুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, “রোববার সকালে অফিসে এসে দেখি আমাদের রুমের দরজার তালা খোলা। ভেতরে ঢুকে দেখি আলমারির তালা ভাঙা এবং সেখানে রাখা পারিবারিক আদালতে নারীদের ভরপোষসহ বিভিন্ন মামলার অভিযুক্তদের কাছ থেকে আদায় করা দু’লক্ষাধিক টাকা নেই।”
তবে আলমারিতে রাখা বা রুমে থাকা কোনো মামলার নথিপত্র চোর নিয়েছে কি না তা এখনই বলতে পারছেন না তিনি।
এর আগেও জেলা জজ আদালত ভবন থেকে একাধিকবার নগদ অর্থ এবং নথিপত্র চুরির ঘটনা ঘটেছে।
ল্যান্ড সার্ভের ট্রাইব্যুনালের স্টোনগ্রাফার মো. খলিলুর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, প্রায় চার মাস আগে অফিসে আমাদের রুমেও একবার চুরির ঘটনা ঘটেছে। সে সময় আমার আলমারিতে থাকা ব্যক্তিগত বেশ কিছু টাকা চুরি হয়েছিল।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বলেন, লিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আদালতের তৃতীয় তলার মোল্লাহাট সহকারী জজ আদালতের সেরেস্তাদারের রুমে ওই চুরির ঘটনায় ২ লাখ ২৪ হাজার টাকা খোয়া গেছে।
পুলিশ ওই চোর শনাক্তে কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে আজাদ ফিরোজ টিপু বলেন, “আদালতে চুরি হওয়া উদ্বেগের বিষয়।”
টাকা চালানের মাধ্যমে ট্রেজারিতে জমা করার বিধান রয়েছে। কিন্তু ওই কর্মকর্তারা কেন তা জমা না দিয়ে অফিসের আলমারিতে রেখেছেন তা আমি বুঝতে পারছি না।
এইচ/এসআই/বিআই/২২ জানুয়ারি, ২০১৭