স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
বাগেরহাট জেলা ও সদর উপজেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে র্যালিতে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে জেলা প্রশাসন, সনাক, ইয়েস, রোভার স্কাউটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৬ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ নজরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান
প্রমুখ।
সনাক সদস্য খোন্দকার আছিফ উদ্দিন রাখীর সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্য জানার অধিকার দিবসের ধারণাপত্র পাঠ করেন সনাক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব। সভায় বক্তারা তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এইচ/এসআই/বিআই/২৮ সেপ্টেম্বর, ২০১৬