স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের মুনিগঞ্জ দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন দলীয় নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, সাধারন সম্পাদক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, জনগনের অধিকার ও টকশো করার অধিকার হরণ করা হয়েছে। আর কেড়ে নেয়া হয়েছে মিছিল করার অধিকার। প্রতিটি নেতাকর্মী নামে মিথ্যা মামলা দিয়ে চালানো হচ্ছে গ্রেপ্তার। যতই অত্যাচার নির্যাতন করুক না কেন বর্তমান সরকারের সময় ফুরিয়ে এসেছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় মানুষ শান্তিতে বসাবস করে।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এটি/এসআই/বিআই/০১ সেপ্টেম্বর, ২০১৬