স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে শহরের শালতলা কেন্দ্রিয় হরিসভা মন্দির প্রাঙ্গন থেকে এ শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
এসময় শ্রীকৃষ্ণের হাজারও ভক্ত ব্যানার, ফেস্টুন, পতাকা হাতে শোভাযাত্রায় অংশ নেন। তারা শ্রীকৃষ্ণের নানা রুপে সেজে বাদ্যযন্ত্র নিয়ে উলুধ্বনি এবং ‘শুভ শুভ দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন’ শ্লোগান দেন।
এর আগে, শালতলা শ্রী শ্রী হরিসভা মন্দিরে মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মন্দির প্রাঙ্গনে আয়োজন করা হয় আলোচনা সভার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হ্যাপী বড়াল, জেলা প্রশাসক মো. জাহংগীর আলম, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী শিবপ্রসাদ ঘোষ, সাধারন সম্পাদক এ্যড. মিলন কুমার ব্যানার্জী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি শ্রী অমিত রায়, জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্রী মধুসুদন দাম প্রমুখ।
সি/এসআই/বিআই/২৫ আগস্ট, ২০১৬