স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটে চলছে। ধর্মঘটের কারণে স্থবির হয়ে পড়েছে মংলা বন্দরের কার্যক্রম।
‘নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদে’র ডাকে শুরু হওয়া ধর্মঘটে সোমবার দিনগত রাত ১২টা ১মিনিট থেকে সারাদেশে যাত্রী ও পণ্যবাহী নৌযান চালানো বন্ধ রেখেছে শ্রমিকরা।
নৌ শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল থেকে মংলা বন্দরে অবস্থান করা জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন বন্ধ রয়েছে।
নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের মংলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাসেম মাস্টার বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, বিভিন্ন সময়ে বেতন-ভাতা বৃদ্ধিসহ শ্রমিকদের ১৫ দফা দাবি আদায়ে আমরা আন্দোলন করে আসছি। এরআগে কয়েক দফা ধর্মঘটের সময় সরকারের প থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও তা আজও বাস্তবায়ন হয়নি।
‘চলতি বছরের ২০ এপ্রিল দাবি আদায়ের জন্য অনির্দিষ্টকালের ধর্মঘট শুরুর চার দিন পর নৌমন্ত্রী শাহজাহান খানের আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করি। কিন্তু নৌ শ্রমিকদের দাবি আজও বাস্তবায়ন না হওয়ায় মঙ্গলবার থেকে আবারও অনির্দিষ্টকালে এই ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা।
বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে হুশিয়ার করেন তিনি।
মংলা বন্দর কর্তৃপরে সহকারী ব্যবস্থাপক (ট্রাফিক) মোহাম্মদ সোহাগ বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, বর্তমানে বন্দর জেটি ও বহির্নোঙরে গম, সার, কয়লা ও ক্লিংকারবাহী (সিমেন্ট তৈরির কাঁচামাল) ১২টি জাহাজ (মাদার ভ্যাসেল) রয়েছে।
ধর্মঘট অব্যহত থাকলে বন্দরে জাহাজের জট বাড়ার সাথে সাথে আমদানিকারকরা আর্থিক তির মুখে পড়বে বলে জানান তিনি।
নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ওয়েজুল ইসলাম বুলবুল বলেন, নৌযান শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১০ হাজার টাকা, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের তিরপূরণ পুননির্ধারণ, নৌ পথের নাব্যতা রা ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবিতে সারাদেশে পণ্য ও যাত্রীবাহী নৌযানের শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে। এতে মংলা বন্দরসহ সারাদেশে পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে।
সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় সাড়ে ১৯ হাজার নৌযানের ২ লাখ শ্রমিক দাবি আদায়ের লক্ষ্যে এ ধর্মঘট পালন করছে। তবে তেলবাহী ট্যাংকারের শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করায় ধর্মঘটের আতওয়ামুক্ত থাকছে প্রায় ৫ হাজার ট্যাংকার।
ধর্মঘটের কারণে পণ্য পরিবহণ বন্ধ থাকায় মংলা বন্দরের শিল্প এলাকার বিভিন্ন কল-কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা।
এস/এসআই/বিআই/২৩ আগস্ট, ২০১৬