স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল সুমনকে তার পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার দায়ে সোমবার (৮ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগ তাকে বহিস্কার করেছে।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন এবং সাধারণ সম্পাদক নাহিয়ান আল-সুলতান ওশান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
সাময়িক বহিস্কৃত আব্দুল্লাহ আল সুমন এর আগে মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
জেলা ছাত্রলীগের প্যাডে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত পহেলা আগস্ট বাগেরহাটের মোরেলগঞ্জে এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফইনাল খেলা চলাকালীন সভামঞ্চে উপস্থিত নেতৃবৃন্দের সামনে আব্দুল্লাহ আল সুমনসহ অনুসারীরা মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল ইসলাম টিটুকে লাঞ্চিত করে। পরবর্তীতে উপস্থিত ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীদের মারধর করে।
এর প্রেক্ষিতে জেলা ছাত্রলীগ কর্তৃক গঠিত তদন্তকারী টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের স্থানীয় লোকজনের সাথে কথা বলে ঘটনার সত্যতা প্রমান পায়। তদন্ত দলের প্রতিবেদনের প্রেক্ষিতে আব্দুল্লাহ আল সুমনকে বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
এসআইএইচ/বিআই/০৮ আগস্ট, ২০১৬