নিউজ ডেস্ক | বাগেরহাট ইনফো ডটকম
মাত্র ২ ঘন্টা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বাগেরহাট শহরের প্রধান প্রধন সড়কসহ অলিগলি, দেখা দিয়েছে জলাবদ্ধতা।
গত দু’তিন দিন বৃষ্টির দেখা না মিললেও রোববার (৩১ জুলাই) বিকাল সোয়া ৫টা থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত। মাত্র দুই ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের অধিকাংশ রাস্তা-ঘাট, নিচু এলাকার দোকান-পাট ও বাসাবাড়ি।
সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টি থামলেও এখন পর্যন্ত (রাত সাড়ে ৮টা) শহরের ভিভিন্ন এলাকায় সড়কের উপর পানির স্রোত দেখা গেছে। বাগেরহাট পৌর শহরের প্রধান কাঁচা বাজার, কাপুড়ের পট্টি, কাজী নজরুল ইসলাম রোড, মিঠাপুকুর পাড়সহ প্রায় সব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এছাড়া খারদ্বার, বাসাবাটি, নাগের বাজার, সরুই, পুরতন বাজারসহ বেশ কিছু এলাকা থেকে তাৎক্ষণিক পানি নামতে না পারাতে ঘরবাড়ি এবং দোকান পাটে পানি ঢুকে পড়েছে।
অপর্যাপ্ত এবং সরু ড্রেনেজ ব্যাবস্থার কারণে মূহুর্তের ভারী বৃষ্টিতে বাগেরহাট শহর জুড়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে বলে মনে করছে শহরবাসী।
তবে বৃষ্টি থেকে যাওয়াতে নদীতে ভাটি শুরুর দুই এক ঘন্টার মধ্যেই পানি নেমে যাবে বলে আশা কতৃপক্ষের।
এইচ/এসআই/বিআই/৩১ জুলাই, ২০১৬