তৃষিত পবণ,
উদাসী এ মন,
মিলেছে কখন দূর সীমানায়,
বৃষ্টি মুখর,
ক্লান্ত খেচর,
চলেছি ভেসে দূর মোহনায়।
হৃদয় কাতর,
শূন্য নিথর,
হিয়ার বেদন আকাশ ছোয়া,
কোথায় তুমি,
শূন্য ভুমি,
দৃষ্টি আমার ধূসর ধোঁয়া।
মুক্তি কেথা,
যায় যে সেথা,
যেথায় আছো অন্তপুরে,
সন্ধ্যা রাতে,
ব্যাথার সাথে, ডাকছি দেখ করুণ সুরে।
তপ্ত মরু,
ক্লান্ত তরু,
স্বপ্ন খোঁজে দু’চোখ ভরে,
শূন্য ক্ষণে,
পড়ছে মনে,
তোমার চোখের দৃষ্টিটারে।
নিঃস্ব আমি,
দুঃখেই থামি,
পুলক ব্যাথার অন্তরালে,
খুঁজেই তোমায়,
দুঃখ জমাই,
এই কি ছিল মোর কপালে!!
ভালর লেখা,
যায়না দেখা,
হৃদয়পেশীতে নিরব কাঁদন,
কল্প জুড়ে,
ভব ঘুরে,
করছি নিজের ভাগ্য ছেদন।
তুমি হীনা,
শূন্য বীণা,
সুরছে দেখো কেমন করে,
মিথ্যে হাসি,
বিষের বাঁশি,
নীল ব্যাথারই কেতন ওড়ে।।।
এসআইএইচ/বিআই/২৫ জুন, ২০১৬