নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাগেরহাট পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস।
রবিবার সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দলীয় কর্মসচি। আর বিকালে রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরন করা হয়।
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি সাবেক অতিরুক্ত আইজিপি আব্দুর রহিম খান, আওয়ামী লীগ নেতা ফকরুল আলম সাহেব, এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, এ্যাড. আমীরুল আলম মিলন, এ্যাড. কাজী মনোয়ার হোসেন, কৃষকলীগের সভাপতি ডাঃ আব্দুল মতিন আকন, সাবেক যুবলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামালীগের সভাপতি মুফতি মাওঃ আব্দুল খালেক।
অপদিকে মংলা কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। উক্ত জন্ম বার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা ও আলোকচিত্র প্রদর্শন করা হয়।
এছাড়াও বাদ জোহর বঙ্গবন্ধুর আত্মার মাগফেরার কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। কমান্ডার এম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে কোস্ট গার্ড পশ্চিম জোনের সকল অফিসার, নাবিক ও বেসামরিক কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন।