স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে মোরেলগঞ্জে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুন) বিকালে উপজেলার বারইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান লালকে ইউপি ভবন থেকে গ্রেপ্তার করা হয়।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান বলেন, গত মার্চ মাস থেকে চার মাসের জন্য সরকার বঙ্গোপসাগরে জাটকা আহরণ নিষিদ্ধ করে। এ সময়ে প্রণোদনা হিসেবে তালিকাভুক্ত জেলেদের জন্য ৪০ কেজি করে চাল বরাদ্দ করে সরকার।
“জুন মাসে শেষ কিস্তিতে বারইখালী ইউনিয়নের ১৮০ জন জেলেকে চাল বিতরণ করা হয়। এই চাল বিতরণে অনিয়মের খবর পেয়ে সোমবার সহকারী ভূমি কমিশনার নাজমুল হুদা পুলিশ নিয়ে সেখানে গিয়ে দেখতে পান সব জেলেকে চাল দেওয়া হলেও ৩১ বস্তা চাল রয়ে গেছে।”
জেলেদের জন্য বরাদ্দ চাল ওজনে কম দিয়ে আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
এজি/এসআই/বিআই/২০ জুন, ২০১৬