স্টাফ করেসপন্ডেন্ট । বাগেরহাট ইনফো ডটকম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষার দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
রোববার (৫ জুন) সকালে বাগেরহাট প্রেসকাবের সামনে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত বাগেরহাট সনাক এই কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, বন, বন্যপ্রাণী, প্রাকৃতিক ও পরিবেশ সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের। কিন্তু বিভিন্ন স্থানে অপরিকল্পিত ভাবে শিল্প কারখানা ও বাড়িঘর নির্মাণ করে বনভূমি ধবংস ও পরিবেশকে দুষণ করা হচ্ছে। আইন প্রয়োগের ঘাটতির কারণে নির্বিচারে বন নিধনের ফলে প্রতি বছর বাংলাদেশ হতে প্রায় ২,০০০ হেক্টর বনভূমি উজাড় হয়ে যাচ্ছে।
আমাদের প্রাকৃতিক সম্পদ সুন্দরবনে নির্বিচারে গাছ কাটা হচ্ছে, পশু পাখি নিধন করা হচ্ছে। শুধু তাই নয় বনে আগুন দেয়ার মত ভয়ংকর ঘটনাও ঘটেছে।
কর্মসূচি থেকে সুন্দরবনে আগুন লাগানোর জন্য দায়ী ব্যক্তিদের যথাযথ শাস্তি প্রদানের দাবি করেন বক্তারা।
বাগেরহাট সনাকের সভাপতি এডভোকেট রাম কৃষ্ণ বসুর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অন্যানের মধ্যে বক্তব্যদেন, সনাক সদস্য শিল্পী সমাদ্দার, ফরিদা রহমান, সুজন সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন, স্বজন সদস্য ডা. জ্ঞান রঞ্জন চক্রবর্তী, হেমায়েত হোসেন খোকন, উন্মেষ এর নির্বাহী পরিচালক মো. মনজুরুল ইসলাম, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামান প্রমুখ।
এস/এসআই/বিআই/০৫ জুন, ২০১৬