মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ৮০টি পুরাতন ফটোকপি মেশিনসহ প্রায় তিন কোটি টাকার মালামাল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বুধবার (১৩ এপ্রিল) মংলা বন্দরের একটি কন্টেইনার থেকে এসব জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, মংলা সমুদ্র বন্দরের জেটিতে খালাসের অপেক্ষায় থাকা ৪০ ফিট দৈর্ঘ্য একটি কন্টেইনার ওই সব মালামাল উদ্ধার করা হয়।
তিনি জানান, পুরাতন ফটোকপি মেশিন আমদানি নিষিদ্ধ। কিন্তু রাজধানী ঢাকার ৪৪০ খিলগাঁও ইসলাম সিন্ডিকেট নতুন ফটোকপি মেশিন ঘোষণা দিয়ে ২৯ মার্চ বিল অব এন্ট্রি দাখিল (এন্ট্রি নং-৬৮৭২) করে। শুল্ক গোয়েন্দা তদন্ত বিষয়টি তদন্ত করে বুধবার কন্টেইনার থেকে ৮০টি ফটোকপি মেশিন, ৩শ’ ওপিসি ড্রাম, ২শ’ রোলার, ১ হাজার কার্টুজ, ১৭টি চেয়ার ও ২ সেট সোফা জব্দ করে।
এসবের বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনারয় আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ড. মইনুল খান।