সুন্দরবন থেকে শিকার করা হরিণের ২৫ কেজি মাংসসহ ফারুক ফরাজী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।
সোমবার (২৮ মার্চ) ভোরে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মংলা উপজেলার জয়মনির ঘোল সাইলো এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ফারুক ফরাজী উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের মৃত আজিজ ফরাজীর ছেলে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) গাজী মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন সংলগ্ন পশুর ও শ্যালা নদীর মোহনার জয়মনির ঘোল এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২৫ কেজি হরিণের মাংসসহ ফারুককে আটক করা হয়। তবে ফারুকের সঙ্গে থাকা চার সহযোগী এসময় দৈড়ে পালিয়ে যায়।
বন কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক স্বীকার করেছেন যে তিনিসহ পাঁচজন বনের জোংড়া এলাকা থেকে হরিণ শিকার করে চামড়া ও মাংস নিয়ে বিক্রির জন্য লোকালয়ে আসছিলেন।
এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের পর আটক ফারুক ফরাজীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।