প্রচ্ছদ / খবর / ‘বিএনপি-জামায়াতকে মাটিতে মিশিয়ে ফেলতে সফল আওয়ামী লীগ’

‘বিএনপি-জামায়াতকে মাটিতে মিশিয়ে ফেলতে সফল আওয়ামী লীগ’

Bagerhat-Pic-01(03-03-2016)‘বিএনপি-জামায়াতকে মোটামুটি মাটির সাথে মিশিয়ে ফেলতে অনেকটা সফলতা অর্জন করেছে আওয়ামী লীগ। এখন জাতীয় পার্টির জন্য একটি প্লাটফর্ম তৈরীর সময় এসেছে’- বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে বাগেরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা  তিনি।

জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বার জানিয়ে তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি লেজুড়বৃত্তি রাজনীতি করতে চায় না, আমাদের অবস্থান সেই অবস্থাতেই আছে আমরা কোন দলের সঙ্গে গিয়ে থাকবো, তারাই নেতৃত্ব দেবে আমরা তাদের পিছনে থাকবো। এই রকম অবস্থায় থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না।’

বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জাতীয় পার্টির আহবায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আব্দুর সবুর আসুদ, লিয়াকত হোসেন চাকলাদার, জেলা কমিটির সদস্য সচিব হাজরা সহিদুল ইসলাম বাবলু প্রমুখ।

সম্মেলন শেষে হাবিবুর রহমানকে সভাপতি ও হাজরা সহিদুল ইসলাম বাবলুকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।

০৩ মার্চ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ