প্রচ্ছদ / খবর / মংলা বন্দর জেটিতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

মংলা বন্দর জেটিতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

Mongla-Port-Shippingমংলা বন্দরের জেটিতে নয়েলের (কন্টেইনার পরিবহণ গাড়ী) নিচে চাপা পড়ে নিশান (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ ফেব্রুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ী যশোরে।

বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীরা জানায়, বিকাল সোয়া ৪টার দিকে জেটিতে কর্মরত মেসার্স খুলনা ট্রেডার্সের (ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিক) পেপার ওয়ার্কার নিশানকে একটি নয়েল গাড়ী চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

খবর পেয়ে বন্দরের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তবে দুর্ঘটনার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি বন্দরের কর্মকর্তারা।

মংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, নয়েলের সামনের দিকে বসে থাকা চালক গাড়ীটি পিছনের দিকে নিতে গেলে মোবাইল ফোনে কথা বলতে থাকা নিশান অসতর্কতাবশত চাকার নিচে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধারে করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউকে আটক করা হয়নি।

তবে নিহতের পরিবার কোন অভিযোগ বা মামলা করলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি শেখ লুৎফর রহমান জানিয়েছেন।

২৮ ফেব্রুয়ারি :: আবু হোসাইন সুমন, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ