প্রচ্ছদ / খবর / রামপালে বাস উল্টে নিহত ১, আহত ১০

রামপালে বাস উল্টে নিহত ১, আহত ১০

Bagerhat-district-map-Imageবাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাস উল্টে রেজাউল করিম খান নামে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ওই বাসে থাকা অন্তত ১০ যাত্রী।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম খান (৪৫) বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের চান্দা খানের ছেলে।

আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান ফরাজি জানান, খুলনা থেকে মংলার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় পৌঁছে সড়কের পাশে থাকা পাথরের উপর উঠে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রেজাউল করিম নামে এক যাত্রী নিহত এবং অন্তত ১০ যাত্রী কম বেশি আহত হন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যায়।

১৫ ডিসেম্বর :: ­স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ