উপকূলীয় জনগোষ্ঠি এবং পরিবেশ রিপোর্টিং বিষয়ে বাগেরহাটে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার(২ অক্টোবর) থেকে শহরতলীর কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সোসাইটি ফর এনভায়রনমেন্ট এ হিউম্যান ডেভেলপমেন্ট (সেড)।
কর্মশালায় উপকূলীয় ৬ জেলা বাগেরহাট, খুলনা, পিরোজপুর, বরগুনা, বরিশাল ও পটুয়াখালীর ২৭ জন সংবাদকর্মী অংশ নিচ্ছেন।
বাগেরহাট সদর উপজেলার দরিতালুক গ্রামে কোডেক কর্মশালার প্রথম দিনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, অভিবাসনসহ পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক মো. ফরিদ হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. দিলীপ দত্ত, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. আশিক-উর-রহমান ও সেড’র পরিচালক ফিলিপ গাইন।
সকালে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর ফোকাল পার্সন মু. সাইফ উল্লাহ।
আগামী রোববার ‘ইন-ডেপথ (অনুসন্ধানী) রিপোর্টিং অন সিকিউরিটি অব কোস্টাল কমিউনিটিস এন্ড এনভায়রনমেন্ট’ শীর্ষক এই কর্মশালা শেষ হবে।