‘শতকোটি পর্যটক, শতকোটি সম্ভাবনা’ এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে বাগেরহাটে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস-২০১৫।
দিবসটি উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে মোটর শোভাযাত্রাসহ একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি বাগেরহাট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা- বাগেরহাটে মহাসড়ক হয়ে দশানী, হযরত খানজাহানের (র.) মাজার ঘুরে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা মোটর শোভাযাত্রা সহকারে র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বাগেরহাটের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার নিজামূল হক মোল্লা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাফিকুল ইসলাম, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মামুন-উল-হাসান, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজমুল হক, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ব ঐতিহ্যের শহর মসজিদের নগরী বাগেরহাট। এ জেলায় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন, হযরত খানজাহানের (র.) মাজার, ষাটগম্বুজ মসজিদ, দীঘি, সাড়ে ছয়শ’ বছরের পুরাতন রাস্তা, বসতভিটাসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা।
এসব দেখতে প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকরা বাগেরহাটে আসে। এসব দর্শনীয় স্থান দেশ ও বিদেশে সঠিকভাবে তুলে ধরা গেলে আগামী দিনে পর্যটন ব্যবসা দিয়ে এ জেলার চিত্র পাল্টে যাবে।
বাগেরহাটে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র্যালি ছাড়াও আট দলীয় ফুটবল টুর্নামেন্ট, নৌকা বাইচসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।