তুমি মানেই আমায়-আমি, নতুন করে পাওয়া
তুমি মানেই আমার ঠোঁটে, ভালোবাসার ছোঁয়া ।
তুমি মানেই প্রেমের ভেলা, কুলহীন বেঁয়ে চলা
তুমি মানেই উত্তাল সমুদ্র, মাতাল ঝড়ো হাওয়া ।
তুমি মানেই রজনীগন্ধা, গন্ধে তাহার মরি মরি,
তুমি মানেই সদ্য স্নান করে আসা, রুপসী কোন নারী ।
তুমি মানেই প্রেমের জোয়ার, কার খোঁজ কে বা রাখে
তুমি মানেই বিরহ আর দহন, জ্বলে আমার হিয়াতে ।
তুমি মানেই সপ্ন চোখে, খুঁজে ফেরা অতীত কথা
তুমি মানেই পথভ্রষ্ট পথিকের, ক্লান্ত সময় গোনা ।
তুমি মানেই আষাঢ়ের বর্জ, গর্জন তোমার অহংকার
তুমি মানেই তৃষ্নার্ত বুকে ভালোবাসা, আসবেই ফিরে পুর্নবার ।
>মল্লিক স্বাধীন রহমান
স্বত্ব ও দায় লেখকের…
what a nic pic…