প্রচ্ছদ / খবর / সাগরে ট্রলারসহ ১৪ ভারতীয় জেলে আটক

সাগরে ট্রলারসহ ১৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ফিসিং ট্রলারসহ ভারতীয় ১৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় মামলা দায়ের করে নৌবাহিনী তাদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করেছে।

এর আগে সোমবার গভীররাতে মংলা বন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ ধরার সময় তাদের আটক করা হয়।

আটক জেলেদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়। তাদের নাম জানা যায়নি।

মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে বাংলাদেশের সমুদ্রসীমায় জাহাজে করে নিয়মিত টহল দেওয়ার সময় সুন্দরবনের অদূরে ফেয়ারওয়ে এলাকায় ভারতীয় পতাকাবাহী এফবি স্বর্ণ প্রভা নামে মাছধরা একটি ট্রলার দেখতে পায় নৌবাহিনী। ট্রলারটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও নৌবাহিনীর সদস্যরা সেটিকে ধরতে সক্ষম হয়।

পরে ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করে মংলা উপজেলার দিগরাজে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ঘাটিতে আনা হয়।

অনুপ্রবেশ ও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে আটক জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করে সন্ধ্যায় তাদের মংলা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলেও জানান তিনি।

এর আগে চলতি মাসের ৩ তারিখে বঙ্গোপসাগরের একই এলাকা থেকে তিনটি ট্রলারসহ ৪২ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। বর্তমানে তারা বাগেরহাট জেলা কারাগারে আটক রয়েছে।

২৫ আগস্ট :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ