সরদার ইনজামামুল হক । বাগেরহাট ইনফো ডটকম
খানজাহান-ই রীতির আর একটি গুরুত্বপূর্ণ ইমারত রণবিজয়পুর মসজিদ। হযরত খানজাহান (রহ:) এর মাজার থেকে উত্তর দিকের রাস্তা বরাবর প্রায় অর্ধ কি.মি. ভেতরে অবস্থিত এ মসজিদটি।
বাগেরহাট জেলা সদর থেকে প্রায় ৩.৫ কিলোমিটার পশ্চিমে এবং ষাটগুম্বজ মসজিদ থেকে ১.৫০ কি.মি. পূর্বে ষাটগুম্বজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামে এক গুম্বজ বিশিষ্ট মসজিদটি রণবিজয়পুর মসজিদ।
বাংলাদেশের এক গুম্বজ বিশিষ্ট মসজিদের মধ্যে সর্ববৃহৎ মসজিদ এটি। জানা যায় মসজিদটির আদি নাম ‘দরিয়া খাঁ’র মসজিদ‘।
চতুষ্কোন বিশিষ্ট বর্গাকার মসজিদের বাইরের প্রত্যেক দিকরে মাপ ৪৯.৩ ফিট এবং ভিতরে ৩৫.৬ ফিট। মসজিদের উত্তর, পূর্ব ও দক্ষিণ দিকে রয়েছে ৩টি করে প্রবেশদ্বার এবং পশ্চিম দিকের দেওয়ালে রয়েছে তিনটি পোড়ামাটির (Terra Cotta) অলংকৃত মহরাব। প্রত্যেক পাশের প্রবেশদ্বারের মাঝের টি বৃহৎ আকারের।
মসজিদের দেওয়ালের পুরুত্ব প্রায় ৯’-২.৫”। মসজিদের কার্ণিশ সামান্য বক্র এবং চার কোনে রয়েছে গোলাকার চারটি ব্রুজ/মিনার যা কার্ণিশের উপর প্রযন্ত বিস্তৃত।
মসজিদটি বিবি বেগুনী মসজিদের অনুরুপ পঞ্চদশ শতকে হযরত খানজাহান (রহ:) এর আমলে নির্মিত।
Support Context:
- বিবর্তিত বাগেরহাট- মোহম্মাদ রেজাওয়ানউল হক
- বাংলাদেশ প্রত্নতত্ব অধিদপ্তর