হে কালো মেঘমালা, তোমাদের চোখে জল কেন?
তোমরা কি দেখেছো আমার হ্রদয়ের রক্ত ক্ষরন?
তোমরা কি দেখেছো আমার হ্রদয় বজ্রের মত আঘাতে হচ্ছে চৌচির?
তোমরা কি দেখেছো আমার কাক ভেজা এ নিথর মন?
তোমরা কি দেখেছিলে, আমার হ্রদয়ের সেই মরুভূমি?
তাই বুঝি আজ তুমি কাঁদছো অজরে, তোমার বজ্রের আঘাতে আঘাতে তুলছে ঝংকার এই হ্রদয়হীন পৃথিবীতে।
তোমার কান্না, তোমার বজ্রের ঝংকার আজীবন দেখবে পৃথিবী
শুধু থাকবো না আমি, দেখবে না কেউ আমি আর আমার নিথর হৃদয়।
স্বত্ব ও দায় লেখকের…