ঐতিহ্যবাহী পি.সি. কলেজ ক্যাম্পাস ও হলে মাদক ব্যবসা বন্ধ, শিক্ষক-ছাত্রী নির্যাতন এবং হয়রানি বন্ধ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৩১ মে) সকালে বাগেরহাট শহরের সাধনার মোড়ে সচেতন ছাত্র সমাজের ব্যানারে শিক্ষার্থীরা এ মানববন্ধন পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- রাকিবুল ইসলাম রাজ, সফিকুল ইসলাম আরমান, সাজ্জিল আজমান আকাশ, সজীব শিকদার, রাহাতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা।
মানববন্ধনে বক্তারা দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বাগেরহাট সরকারি পি.সি. কলেজকে মাদকমুক্ত করার দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাস ও হল-এ মাদক ব্যবসা চলে আসছে। এতে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে।
এই মাদক ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তারা।