বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসলিমা বেগম (৩০) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) সকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
তাসলিমা বেগম রনবিজয়পুর গ্রামের শেখ আসাদুজ্জামানের স্ত্রী। তার ৪ বছর বয়সী একটি কণ্যা সন্তান রয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক বাগেরহাট ইনফো ডটকমকে জানান, তাসলিমা নামে এক গৃহবধূ সকাল ৬টার দিকে নিজের বাড়ির রাস্তার সামনে একটি সুপারী গাছ কাটতে যান। এসময় গাছটি রাস্তার ওপর দিয়ে যাওয়া ৩৩ হাজার কেভি ভোল্টের বিদ্যুৎ লাইনের ওপর পড়ে বিদ্যুৎতায়িত হয়ে পড়ে।
অসাবধনতাবশত তিনি গাছটি সরাতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক ডা. মশিউর রহমানের বরাত দিয়ে ওসি বলেন, স্থানীরা তাসলিমা বেগমকে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।