বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০১৫ উপলক্ষে বাগেরহাটে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বাগেরহাট জেলা স্টেডিয়াম থেকে র্যালিটি বের করা হয়।
জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট স্টেডিয়ামে এসে শেষ হয়। শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সাধারন মানুষ অংশ নেয় এ র্যালিতে।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহ সভাপতি সরদার সেলিম আহমেদ, যুগ্ন সম্পাদক অমিত রায়,কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক , ক্রীড়া সংগঠক অধ্যাপক সেখ বুলবুল কবির, তানুজী নাগ, শেখ ইস্তিয়াক আহম্মেদ প্রমুখ।
জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শেখ হায়দার আলী বাগেরহাট ইনফো ডটকমকে জানান, ৬ জাতীর এ আর্ন্তজাতিক ফুটবল টূর্নামেন্টের ব্যাপক প্রচারনার অংশ হিসেবে সারাদেশের আজ র্যালি অনুষ্টিত হচ্ছে। যার অংশ হিসেবে বাগেরহাট জেলা ফুটবল এ্যাসোসিয়েশন বাগেরহাট শহরে প্রচারনামূলক এ র্যালীর আয়োজন করেছে।
আগামী ২৯ জানুয়ারী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় সিলেটে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূনামেন্ট।