সুন্দরবন থেকে শিকার করে নিয়ে আসা একটি হরিণের চামড়া ও মাথা উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার গভীর রাতে পশ্চিম সুন্দরবন বন বিভাগের খুলনার কয়রা উপজেলার খাসিটানা ভেড়িবাঁধ এলাকা থেকে কোস্টগার্ড ওই চামড়া ও মাথা উদ্ধার করে। তবে এসময় কোন চোরা শিকারীকে আটক করতে পারেনি বলে দাবি করেছে কোস্টগার্ড।
এর আগে গত ৩০ ডিসেম্বর একই এলাকা থেকে কোস্টগার্ড একটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করে।
মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের লেফট্যানেন্ট কমান্ডার এম আলাউদ্দিন নয়ন রবিবার সকালে বাগেরহাট ইনফোকে বলেন, চোরা শিকারীরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে উপকূলে ফিরছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল খাসিটানা ভেড়িবাঁধ এলাকায় অভিযানে যায়।
এসময় চোরা শিকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ওই এলাকায় তল্লাসি চালিয়ে একটি হরিণের চামড়া ও একটি মাথা পাওয়া যায়। চামড়া ও মাথা খাসিটানা ফরেস্ট কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।